Monday, September 15, 2025
Homeঘটনা-দুর্ঘটনাবরিশালে বিজয় মিছিলে প্রতিপক্ষের বোমা হামলায় নিহত ১

বরিশালে বিজয় মিছিলে প্রতিপক্ষের বোমা হামলায় নিহত ১

বরিশালের গৌরনদীতে নির্বাচনী সহিংসতায় আরও একজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ফল ঘোষণার পর বিজয়ী মেম্বর প্রার্থীর সমর্থকদের বিজয় মিছিলে প্রতিপক্ষ গ্রুপ বোমা হামলা করলে আবু বক্বর ফকির (২৮) নামের এক ভ্যানচালক নিহত হন। উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে বেলা ১২টায় খাঞ্জাপুরের ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হন মৌজে আলী খান (৬৫) নামের এক বৃদ্ধ।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুল ইসলাম সোহাগ ৮ নম্বর ওয়ার্ডে প্রতিপক্ষের হামলায় আবু বক্কর সিদ্দিক নামের একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। সন্ধ্যায় তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা লাশের সুরাতহাল করছেন। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিজয়ী মেম্বর প্রার্থী গিয়াস মৃধা দাবি করেন, ভোট গণনা শেষে ফল ঘোষণার পর সন্ধ্যা সাড়ে ৭টায় তার সমর্থকরা কেন্দ্রের পাশে বিজয় মিছিল করছিলেন। এ সময় পরাজিত মেম্বর প্রার্থী আরজ আলী সরদারের সমর্থকরা মিছিলের ওপর বোমা হামলা করে। এতে তার (গিয়াস মৃধা) সমর্থক আবু বক্কর ফকির ঘটনাস্থলে নিহত হন। আহত দুজনের মধ্যে রাকিব হাওলাদারের (২০) অবস্থা আশঙ্কাজনক। তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত রবিউল সরদার (২২) গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments