Monday, September 15, 2025
Homeবিনোদনপুনমের আর্জি, জোর করে আমাকে সন্তানসম্ভবা করবেন না

পুনমের আর্জি, জোর করে আমাকে সন্তানসম্ভবা করবেন না

বিয়ের এক বছর না পেরোতেই সন্তানসম্ভবা পুনম পাণ্ডে। বলিউডের বিতর্কিত অভিনেত্রীকে নিয়ে এমন খবরই ঘোরাফেরা করছিল পরিচিত মহলে। বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছিল, ৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা পুনম। গোয়ার এক চিকিৎসক নাকি শিলমোহরও বসিয়েছেন সেই খবরে।

সম্প্রতি মুম্বইয়ে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মা হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন পুনম। অভিনেত্রী জানিয়েছেন, তিনি সন্তানসম্ভবা নন। পুনমের কথায়, “আমার জীবন খোলা বইয়ের মতো। আমাকে জোর জবরদস্তি ‘অন্তঃসত্ত্বা’ বানাবেন না।” জীবনের নতুন অধ্যায় শুরু হলে তা লুকিয়ে রাখবেন না পুনম। সেই খুশি ভাগ করে নিতে সকলকে মিষ্টি খাওয়াবেন বলেই দাবি পুনমের।

গত বছর সেপ্টেম্বর মাসে প্রেমিক স্যাম বম্বেকে বিয়ে করেন পুনম। সংসার শুরু করেও বিতর্ক পিছু ছাড়েনি তাঁর। বিয়ের এক মাসের মধ্যেই স্যামের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন পুনম। গ্রেফতার হয়েছিলেন স্যাম। এর পরেই নাটকীয় ভাবে নিজের অবস্থান থেকে ঘুরে স্যামের হয়ে কথা বলেন তিনি। স্যাম ছাড়া পাওয়ার পর থেকে দু’জনের নতুন কোনও বিতণ্ডার গুঞ্জন আর উঠে আসেনি শিরোনামে। বলা যায়, এই বিতর্কিত অভিনেত্রীর জীবন এখন কিছুটা নিস্তরঙ্গ। সূত্রঃ আনন্দ বাজার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments