Monday, September 15, 2025
Homeবিনোদনটলিউডে এবার সাই-ফাই ছবিতে প্রিয়াঙ্কা

টলিউডে এবার সাই-ফাই ছবিতে প্রিয়াঙ্কা

টলিউডে হাতেগোনা কয়েকটি সাই-ফাই ছবির সংখ্যা রয়েছে। সে তালিকায় যুক্ত হতে চলেছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ‘চং চং’। যার প্রধান চরিত্রে প্রিয়াঙ্কা সরকার।

ছবির বিষয় প্রসঙ্গে পরিচালক রাহুলের বক্তব্য, ‘‘সাই-ফাই জ়ঁরের মধ্যেই একাধিক পর্ব রয়েছে। ডার্ক কমেডির ফ্লেভারও রয়েছে।’’ সায়েন্স ফিকশনে সময় একটা বড় ভূমিকা পালন করে। নব্বই দশকের শেষ থেকে ২০২১ পর্যন্ত সময়কাল ধরা হবে ছবিতে।

‘প্রত্যেক মানুষের জীবনে একটা দুঃখের দিন থাকে, যেটা নিয়ে আমরা অভিযোগ করি। ধরা যাক, সেই দিনটার আগে আমাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হল এবং প্রতিজ্ঞা করতে হল যে, এ বার সব কিছু ঠিকঠাক করব। সেটা কি আমরা পারব? মনে হয় না। ছবির মূল রেশ এই ভাবনার মধ্যেই নিহিত,’’ বলছিলেন রাহুল।

প্রিয়াঙ্কা ছবিতে অবসরপ্রাপ্ত মহিলা পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন। সেখানে নাম দেওয়া হয়েছে কোটি। অন্য ধরনের চরিত্র পেয়ে উত্তেজিত প্রিয়াঙ্কা বলছেন, ‘‘এ রকম প্রস্তাব আগে পাইনি। বয়স আর সময়ের বিচারে আমার লুক, বডি ল্যাঙ্গোয়েজ বদলাবে।’’

ছবিতে থাকার কথা ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’খ্যাত সোহম মজুমদারের। তবে সোহম জানিয়েছেন, তিনি বিষয়টি এখনও চূড়ান্ত করেননি।

ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে সৌরভ শুক্লর কথা ভাবা হয়েছে। পরিচালক জানালেন, অভিনেতার সঙ্গে কথাবার্তা এগোলেও, সই হওয়া বাকি। অনুরাধা মুখোপাধ্যায়, আদিত্য সেনগুপ্ত, কিঞ্জল নন্দকেও দেখা যাবে ছবিতে। ছবির

মিউজ়িকের দায়িত্বে রয়েছেন ‘তালপাতার সেপাই’-এর প্রীতম-সুমন। রাহুলের হাতে রয়েছে দেবের সঙ্গে ‘কিশমিশ’ ছবিটি। সূত্রঃ আনন্দবাজার অনলাইন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments