রাজধানীতে একটি বাসা থেকে মারজানা আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুন) সকালে রাজধানীর খিলগাঁও থেকে সেই গৃহবধূর মৃতদেহটি উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার অফিসার ইন চার্জ (ওসি) ফারুকুল আলম ঘটনার বিষয়টি সচেতন বার্তাকে নিশ্চিত করেন।
তিনি জানান, ‘মারজানার স্বামী রাসেল মাহমুদ মুন্সিগঞ্জ থাকেন। ঢাকায় গৃহবধূর সাথে তার ৭ বছরের শিশু এবং ভাগ্নে থাকতো বলে আমরা জানতে পেরেছি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’
ফারুকুল আলম আরও বলেন, মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। এখনও কারো বিপক্ষে কোনো অভিযোগ পাইনি। শীঘ্রই এ ব্যাপারে জানানো হবে।’