Monday, September 15, 2025
Homeখেলাধুলাক্রিকেটআচরণবিধি ভঙ্গ করায় মাহমুদউল্লাহকে জরিমানা

আচরণবিধি ভঙ্গ করায় মাহমুদউল্লাহকে জরিমানা

ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানানোয় জরিমানা গুনতে হচ্ছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক মাহমুদউল্লাহকে। প্রাইম ব্যাংকের বিপক্ষে গতকালকের ম্যাচে অলক কাপালির বিরুদ্ধে একটি আউটের আবেদনে সাড়া না দেওয়ায় আম্পায়ারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

এভাবে অসন্তোষ প্রকাশ নিয়মানুযায়ী লেভেল-২ আচরণবিধি ভঙ্গ করা। এই জন্য তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সে ম্যাচের ম্যাচ রেফারি রকিবুল হাসান নিজে।

প্রাইম ব্যাংকের ইনিংসের ১৫.৫ ওভারে বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদের বলে অলক কাপালির বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন করেন গাজী গ্রুপের ক্রিকেটাররা। তারা সমস্বরে হাত উঁচিয়ে, হাঁটু গেড়ে আম্পায়ার মাহফুজুর রহমানের কাছে আউটের আবেদন জানান। দীর্ঘ ও জোরালো আবেদনেও তিনি সাড়া দেননি।

মাহমুদউল্লাহ আবেদনে সাড়া না দিয়ে কিছুটা শিশুসুলভ আচরণ করেন । মাটিতে ঘুষি, গড়াগড়ি করে তিনি থার্ড ম্যানে গিয়ে কিছুক্ষণ বসেও থাকেন চুপচাপ। বেশ কয়েকবার আম্পায়ার তাঁকে খেলা শুরু করতে বললেও তিনি তা করেননি। শেষ পর্যন্ত অবশ্য মাহমুদউল্লাহ উঠলে খেলা শুরু হয়।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments