পুঠিয়া বাসস্ট্যান্ডে ট্রাক-অটো ভ্যান মুখোমুখি সংঘর্ষে সামাদ (৩৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। সামাদ পুঠিয়া সদর এলাকার আবেদ আলীর ছেলে।
পবা হাইওয়ে পুলিশের ইনচার্জ লুৎফর রহমান জানান, ঘটনার পর পুলিশ চালকসহ ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।