Sunday, September 14, 2025
Homeচট্টগ্রামকক্সবাজারবোনকে বাঁচাতে আরেক বোনের পানিতে লাফ, ২ বোনের মর্মান্তিক মৃত্যু

বোনকে বাঁচাতে আরেক বোনের পানিতে লাফ, ২ বোনের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের টেকনাফের হ্নীলা রঙিখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুন) বিকেলে রঙিখালী লামারপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া দুই বোন রঙিখালী এলাকার নুরুল কবিরের মেয়ে কমলা আক্তার (৪) ও জান্নাতুল ফেরদৌস (৮)। জান্নাত রঙিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

শনিবার বেলা ২টার দিকে বাড়ীর পাশে বড় গর্তে জমা পানিতে ডুবে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বোন মিলে লামারপাড়ায় খেলছিল। পাশেই মাটি বিক্রি করা বড় গর্তে জমা পানিতে পড়ে যায় ছোটবোন কমলা। তাকে তুলতে ঝাঁপিয়ে বড় বোন জান্নাত। এরপর দুবোন একসাথে ডুবে মৃত্যুর কোলে ঢলে পড়ে। দীর্ঘ সময় তারা বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে সেই গর্ত থেকে দুই বোনের লাশ উদ্ধার করা হয়।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। একসাথে দুই বোনে মৃত্যুর ঘটনা চরম বেদনাদায়ক। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে সুরতহাল শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments