রাজধানীর উত্তরা এলাকা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো-বাহা উদ্দিন হাসান শাওন (২০), মো. শাকিল (২০), মো. রিফাত হোসেন (২১), আব্দুল আহাল মামুন (২৫), মো. সাইফুল ইসলাম রিফাত (১৮) ও মো. রাব্বী (১৮)।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা কিশোর গ্যাং বিগ বসের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারসহ মাদক সেবন, স্কুল-কলেজে বুলিং, র্যাগিং, ইভটিজিং, ছিনতাই, ডাকাতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ নানাবিধ অনৈতিক কাজে লিপ্ত ছিল।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ শনিবার (২৬ জুন) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, র্যাব-১ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে রাজধানীর উত্তরা এলাকায় আধিপত্য বিস্তারকারী বিগ বস গ্রুপ, ডেঞ্জার সেভেন গ্রুপ, কাটার গ্রুপ, হৃদয় গ্রুপ, নন স্টপ ড্যান্স গ্রুপ নামীয় বেশ কয়েকটি কিশোর গ্যাং গ্রুপগুলো উত্তরা এলাকায় দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তার করে আসছে।
তারা মাদক সেবন, স্কুল-কলেজে বুলিং, র্যাগিং, ইভটিজিং, ছিনতাই, ডাকাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ নানাবিধ অনৈতিক কাজে লিপ্ত, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিশ্চিত ক্ষতির মুখে ধাবিত করছে। এরই পরিপ্রেক্ষিতে কিশোর গ্যাংয়ের বিপথগামী সদস্যদের আইনের আওতায় আনতে র্যাব-১ সাস্প্রতিক সময়ে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় উত্তরা পূর্ব থানাধীন আইচি হাসপাতালের সামনে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘বিগ বস’ গ্রুপের সক্রিয় ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ টি রামদা, ১টি দেশীয় তৈরী চায়নিজ কুড়াল, ১টি ছোরা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।