Monday, September 15, 2025
Homeখেলাধুলাপর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নাম লেখাল বেলজিয়াম। 

থোরগান হ্যাজার্ডের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রায় আড়াই বছর ধরে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা বেলজিয়াম।

রবিবার রাতে সেভিয়ার লা কার্তুহায় শেষ ষোলোর ম্যাচে বেলজিয়াম ১-০ গোলে হারায় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে।

এদিন শিরোপা ধরে রাখার মিশনে নেমে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটি অবশ্য পায় পর্তুগাল। খেলার পঞ্চম মিনিটে ফাঁকায় বল পেয়ে ডি-বক্সে ঢুকে দিয়োগো জটা যে শটটি নিলেন তা লক্ষ্যের ধারেকাছেও ছিল না। এরপর ২৫তম মিনিটে রোনালদোর দ্রুত গতির ফ্রি-কিক ঝাঁপিয়ে ফেরান বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া।

 

রক্ষণাত্মক খেলা বেলজিয়াম ৪২তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য আক্রমণেই লিড নেয়। তমা মুনিয়ের পাস থেকে বাঁপাশের ডি-বক্সের বাইরে পেয়ে বুলেট গতির শট নেন থোরগান হ্যাজার্ড। আর সেখান থেকেই বল সামান্য বাঁক নিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেয়।

বিরতি থেকে ফিরে এসে ৫৮তম মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ আসে পর্তুগালের। তবে সিআর সেভেনের পাস পেনাল্টি স্পটের খুব কাছে পেয়ে উড়িয়ে মারেন লিভারপুল ফরোয়ার্ড জটা। অপরদিকে আরও দুটি সুযোগ পেয়েও গোলে পরিণত করতে পারেনি পর্তুগাল।

সারা ম্যাচে অন্তত ২৩ বার গোলের উদ্দেশ্যে শট নিয়েছে পর্তুগাল। যার মধ্যে লক্ষ্য বরাবর ছিল ৬টি শট। কিন্তু একটিতেও মেলেনি গোল। এতে প্রায় ৩২ বছর পর মুখোমুখি লড়াইয়ে বেলজিয়ামের কাছে হারল পর্তুগাল।

সেমিতে ওঠার লড়াইয়ে বেলজিয়ামের প্রতিপক্ষ টানা ৩১ ম্যাচ ধরে অপরাজিত থাকা ইতালি। আগামী বুধবার দিবাগত রাতে হবে ম্যাচটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments