Monday, September 15, 2025
Homeসারাদেশখুলনাখুলনায় ৩ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু ৯ জনের

খুলনায় ৩ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু ৯ জনের

গত ২৪ ঘণ্টায় খুলনার পৃথক তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের সামনে সারিবদ্ধ মরদেহবাহী অ্যাম্বুল্যান্সই বলে দিচ্ছে করোনা পরিস্থিতির ভয়াবহতার কথা।

শনিবার (৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া ৯ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে চারজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।

করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চারজন রোগীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- ডুমুরিয়ার মোশাররফ সরকার (৬৩), সাতক্ষীরার শ্যামনগরের সুবণা রানি মন্ডল (৫৬), যশোরের মো. শরিফুল ইসলাম (৪২) ও সোনাডাঙ্গার আরাফাত প্রকল্পের নাজমা বেগম (৪৪)।

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে যশোরের আলেয়া বেগম (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।

বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার ফুলতলার বিবেক কুন্ডু (৪৯), সোনাডাঙ্গার মনচুরা বেগম (৫৩), রূপসার আব্দুল মান্না সরদার (৬০) ও বাগেরহাটের চিতলমারীর আওয়াল সিকদার (৭০)।  হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন আরও ১২০ জন, এরমধ্যে এইচডিইউতে আছেন চারজন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments