Sunday, September 14, 2025
Homeজাতীয়অপরাধবগুড়ায় জামাই এর ছুরিকাঘাতে শশুর খুন

বগুড়ায় জামাই এর ছুরিকাঘাতে শশুর খুন

বগুড়ার শেরপুরে খামারকান্দি ইউনিয়নে জামাই এর ছুরিকাঘাতে শ্বশুর আসাদুল ইসলাম (৪০) খুন হয়েছেন। নিহত আসাদুল একই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। বৃহস্পতিবার (৮ জুলাই) রাত ১০ টার দিকে পারভবানীপুর গ্রামের বাড়ীর পাশে তিনমাথা এলকায় এ খুনের ঘটনা ঘটে। জানাগেছে, পারভবানীপুর গ্রামের শাহিন আকন্দের ছেলে সাব্বির হোসেনের সঙ্গে আসাদুলের মেয়ে শিমুর প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক বছর আগে আসাদুলের মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে সাব্বিরকে বিয়ে করে।

কিন্তু আসাদুল মেয়ে-জামাইকে মেনে নেয় না। বেশ কয়েক দফা দরবার করে ৪-৫ মাস পুর্বে আসাদুল জামাই মেয়েকে মেনে নেয়। এর কিছুদিনপর থেকে জামাই সাব্বির হোসেন শ্বশুরের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবী করে। এনিয়ে জামাই- শ্বশুরের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাত পৌনে সাড়ে ৯ টার দিকে আসাদুল বাজার থেকে বাড়ি ফিরছিলেন।

 

বাড়ির কাছাকাছি তিনমাথা নামক স্থানে পৌছালে জামাই সাব্বির যৌতুকের টাকা নিয়ে জামাই -শ্বশুরের মধ্যে ঝগড়া শুরু হয়। এসময় জামাই সাব্বির শ্বশুর আসাদুলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় স্থানীয়দের সহযোগীতায় আত্মীয় স্বজন শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা: নাফিজা সুলতানা মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করছি। আসাদুলের বুকে ছুরি দিয়ে আঘাতে ১টি চিহ্ন দেখা গেছে। ঘটনার পরপরই জামাই সাব্বির পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments