Monday, September 15, 2025
Homeজাতীয়মাস্ক না পরার কারণে বিআইডব্লিউটিসির জাহাজী কর্মচারী বরখাস্ত

মাস্ক না পরার কারণে বিআইডব্লিউটিসির জাহাজী কর্মচারী বরখাস্ত

নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে মাস্ক না পরার কারণে বিআইডব্লিউটিসির জাহাজী কর্মচারী মো. জাকির হোসনকে বরখাস্ত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

রোববার (১৮ জুলাই) এ বিষয়ে এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, গত ১৫ জুলাই নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শিমুলিয়া ফেরিঘাটে বিআইডব্লিউটিসির নবনির্মিত দুটি মিডিয়াম ফেরি ‘কদম’ ও ‘কুঞ্জলতা’ উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত বিআইডব্লিটিএ ও বিআইডব্লিউটিসির কর্মচারীরা স্বাস্থ্যবিধি পরিপালন করলেও সময় টিভিতে প্রচারিত ছবিতে দেখা যায় বিআইডব্লিউটিসির কর্মচারী মো. জাকির হোসেন মাস্ক পরিধান করেননি।

নির্দেশনায় বলা হয়, মাস্ক পরিধান না করার কারণে উপস্থিত নৌপরিবহন প্রতিমন্ত্রী, বিশেষ অতিথি ও চেয়ারম্যানসহ সবাইকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলানো এবং সরকারি নির্দেশনা অবজ্ঞা করার শামিল এবং সরকারি চাকরির নিয়ম শৃঙ্খলা পরিপন্থি বলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments