Saturday, September 13, 2025
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ও ন্যাটোকে প্রতিহত করতেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রঃ রাশিয়া

যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে প্রতিহত করতেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রঃ রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে প্রতিহত করতেই হইপারসনিক (শব্দের চেয়ে অন্তত পাঁচগুণ বেশি গতিসম্পন্ন) ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার সঙ্গে সামরিক ভারসাম্য নষ্ট করেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২০ জুলাই) ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে পেসকভ এ কথা জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার জোট রাশিয়া সীমান্তের কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। যাা দ্বারা রাশিয়ায় হামলা চালানো সম্ভব। তাই নিজের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে রাশিয়া। সমরাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলো গত কয়েক দশকে অকার্যকর হয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এর কারণ যুক্তরাষ্ট্র অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল ট্রিটি বা এবিএম চুক্তি থেকে বেরিয়ে গেছে।
এর আগে, গত সোমবার (১৯ জুলাই) হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘জিরকন’-এর সফল পরীক্ষা চালায় রাশিয়া। শ্বেত সাগরে অবস্থিত রুশ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোর্শকভ থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় এবং সেটি ৩৫০ কিলোমিটার দূরবর্তী একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণায়েল দাবি, ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে সাতগুণ বেশি গতিতে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments