শুক্রবার থেকে শুরু হয়েছে ১৪ দিনের কঠোর লকডাউন। এই সময়ে বিদেশগামী এবং বিদেশ থেকে আসা যাত্রীরা অভ্যন্তরীণ ফ্লাইটে চলাচল করতে পারবেন।
বৃহস্পতিবার বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের পরিচালক (এয়ার ট্রান্সপোর্টেশন) এ কে এম ফয়জুল হকের জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
কঠোর লকডাউনের বিধিনিষেধের এই সময়ে শুধু জরুরি সেবা কর্মীরা কাজে যেতে পারবেন। তাদের জন্য নির্ধারিত পরিবহনও চলাচল করতে পারবে। তাছাড়া বন্ধ থাকবে সব ধরণের পরিবহন ও শিল্প কারখানা।
বেবিচকের জারি করা নির্দেশনায় বলা হয়, এখন থেকে এয়ারলাইন্সগুলো চাইলেই তাদের শিডিউল অনুযায়ী ফ্লাইট পরিচালনা করতে পারবে। তবে শুধু বিদেশ থেকে আসা এবং বিদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে চলাচল করতে পারবেন।