তুরস্কে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৭ জন।
শুক্রবার (৬ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর ডেইলি সাবাহর।
খবরে বলা হয়, ইস্তানবুল ও ইজমিরের মধ্যে মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৭ জন।
শুক্রবার সকালে মানিশা শহরের কাছাকাছি এলাকায় যাত্রীবাহী বাসটি মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়েছে।
মানিশা প্রদেশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৭ জন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বাসে অন্তত ৫০ যাত্রী ও তিন কর্মী ছিলেন।