Sunday, September 14, 2025
Homeসারাদেশবরিশালবরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু

বরিশাল বিভাগের ৬ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬৬৯ জন এবং করোনা পজিটিভ শনাক্ত ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১০ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।

বরিশালে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। গতকাল জেলায় আক্রান্ত হয়েছিল মাত্র ৮৩ জন, সেখানে আজ করোনায় আক্রান্ত হয়েছে ৩০৩ জন। শনাক্তের হার ৩৬ দশমিক ১৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে ও করোনা ডেডিকেটেড হাসপাতালে ৭ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে বরিশাল বিভাগের ৬ জেলায় এ পর্যন্ত করোনায় পজিটিভ রোগীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১৪ জনে।  আর মোট আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৩৫৩ জন। এর মধ্যে বরিশাল জেলায় মোট মৃত্যু ১৯৪ এবং মোট আক্রান্ত ১৬ হাজার ১৭১ জন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে বর্তমানে ২১৫ জন রোগী ভর্তি আছে। হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার শতকরা ৩৬ দশমিক ১৭ ভাগ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments