Tuesday, September 16, 2025
Homeসারাদেশরংপুররংপুরে স্বাস্থ্যবিধি মেনে পূর্বের নির্ধারিত ভাড়ায় বুধবার থেকে গণপরিবহন চলবে

রংপুরে স্বাস্থ্যবিধি মেনে পূর্বের নির্ধারিত ভাড়ায় বুধবার থেকে গণপরিবহন চলবে

বুধবার থেকে গণপরিবহন (বাস) চলাচল এর বিধিনিষেধ বিষয়ে জেলা মটর মালিক সমিতির সাথে রংপুর বিভাগীয় প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে রংপুর বিভাগে গণপরিবহনের অর্ধেক বাস সড়কে চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে পূর্বের নির্ধারিত ভাড়ায় বাসের ৪০ সিটেই প্যাসেঞ্জার বসতে পারবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলিম মাহামুদ বিপিএম, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।

আরও বক্তব্য রাখেন রংপুর জেলা মটর মালিক সমিতির আহবায়ক কমিটির ১ নং সদস্য একেএম মোজাম্মল হক, নির্বাহী সদস্য ফারহান জিহান, সড়ক সম্পাদক আফতাবুজ্জামান লিপন, রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আশরাফ আলী সহ প্রশানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সভায় রংপুরে গণপরিবহন চলাচলের বিষয়ে জনসাধারণ সুরক্ষার জন্য রংপুর জেলা পুলিশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর জেলা মটর মালিক সমিতির পাশে থেকে সার্বিক সহযোগিতা করবে বলে আশ্বাস দেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments