Saturday, September 13, 2025
Homeবাংলাদেশঅপরাধরাজশাহীতে শিশু শ্লীলতাহানির অভিযোগে শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক গ্রেপ্তার

রাজশাহীতে শিশু শ্লীলতাহানির অভিযোগে শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক গ্রেপ্তার

রাজশাহীতে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুল আলম ওরফে বারিককে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। মনিরুল রাজশাহীতে কর্মরত ছিলেন।

রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, সোমবার সকালে আট বছরের ওই শিশুটি পুকুরে গোসল করতে যায়। সেখানে আগে থেকেই গোসল করছিল মনিরুল আলম। শিশুটি সাঁতার কাটতে গেলে মনিরুল পানির মধ্যে তার শ্লীলতাহানি করে।

ওসি আরও বলেন, শিশুটি বাড়ি গিয়ে ঘটনাটি বললে তার মা প্রতিবাদ জানাতে মনিরুলের বাসায় যান। সেখানে বাক-বিতণ্ডার এক পর্যায়ে বিষয়টি এলাকার মানুষের মাঝে জানাজানি হয়। এ সময় শতাধিক নারী পুরুষ মনিরুলের বাসা ঘিরে রেখে পুলিশে খবর দেয়। পরে রাজপাড়া থানা পুলিশ গিয়ে মনিরুলকে আটক করে থানা হেফাজতে নেয়।

ওসি মাজহারুল ইসলাম বলেন, বিকেলে ওই শিশুর মা বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছে। সন্ধ্যায় পুলিশ মনিরুল আলমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments