সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২২ জনের। নতুন শনাক্ত হয়েছে ৫৫৭ জন। এর মধ্যে শুধু সিলেট জেলাতেই মৃত্যু হয়েছে ১৯ জনের ও আক্রান্ত ৩১৯ জন।
এছাড়া হবিগঞ্জের ২ ও মৌলভীবাজার জেলায় ১ জন মৃত্যুবরণ করেছেন। নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জে ৬৩, হবিগঞ্জে ৬১ ও মৌলভীবাজারের ১১৪ জন রয়েছেন। বিভাগে শনাক্তের হার ২৯.০৬ শতাংশ।