Monday, September 15, 2025
Homeআন্তর্জাতিকআফগানিস্তানে তালেবান বিদ্রোহীদের দখলে আরও ২ প্রদেশ

আফগানিস্তানে তালেবান বিদ্রোহীদের দখলে আরও ২ প্রদেশ

আফগানিস্তানে দখলদার তালেবান বিদ্রোহীরা আরও দুটি প্রাদেশিক রাজধানী নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

শনিবার (১৪ আগষ্ট) সকালে দেশিটির রাজধানী কাবুলের দক্ষিণাঞ্চলীয় পাকতিকা প্রদেশের রাজধানী শারান দখল করেছে বিদ্রোহীরা।

দেশটির প্রাদেশিক পরিষদের প্রধান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন.

রাজধানী কাবুল থেকে ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দক্ষিণের এ শহরটির গোয়েন্দা বিভাগ, গর্ভনর দপ্তর, পুলিশ সদরদপ্তর ও কারাগার এখন তালেবানের নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন তিনি।

একইদিন তালেবান বিদ্রোহীরা কাবুলের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদ দখল করেছে বলে স্থানীয় এক এমপি বিবিসিকে জানিয়েছেন।

টুইটারে পোস্ট করা ফুটেজে দেখা গেছে, লোকজন আসাদাবাদের রাস্তাগুলো ধরে হেঁটে যাচ্ছেন এবং তালেবানের পতাকা দোলাচ্ছেন; তবে এসব ফুটেজ তাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।

আসাদাবাদের অবস্থান কাবুল থেকে ২৩৫ কিলোমিটার (১৪৬ মাইল) পূর্বে।

এখন আফগানিস্তানের ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে অর্ধেকেরও বেশি তালেবানের দখলে আছে।

উল্লেখ্য, তালেবানদের আতঙ্কে গোটা আফগানিস্তান। মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে দেশটিতে তালেবান বিদ্রোহীদের তাণ্ডব বেড়েই চলেছে। প্রতিনিয়তই একের পর এক গুরুত্বপূর্ণ শহর ও স্থাপনা দখল করে নিচ্ছে তালেবানরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments