Saturday, September 13, 2025
Homeজাতীয়আ'লীগকে নের্তৃত্বশূন্য করতে বিএনপি-জামাত জোটের গ্রেনেড হামলা

আ’লীগকে নের্তৃত্বশূন্য করতে বিএনপি-জামাত জোটের গ্রেনেড হামলা

“আওয়ামী লীগকে নের্তৃত্বশূন্য করতে ও আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের প্রথম সারির নেতাদের হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেডের নারকীয় হামলা করিয়েছে বিএনপি-জামাত জোট সরাকার।” বলে মন্তব্য করে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, পরে ওই ঘাতক চক্রদেরকে নিরাপদে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগও করে দিয়েছিল তারা।

শনিবার সকালে লালমোহন উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে “২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ২১ আগস্টের হামলায় খালেদা জিয়ার অনুমোদন ছিল, যা দিবালোকের মতো পরিষ্কার। হামলার গুরুত্বপূর্ণ সব আলামত ধ্বংস করেছিল তারা, কিন্তু সত্য চাপা থাকেনি। বিএনপি এখনো হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বেছে নিয়ে আইএসআইর অ্যাজেন্ডাকে বাস্তবায়নের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

তাই ২১ আগস্টের হামলা মামলার রায় দ্রুত কার্যকর করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এমপি শাওন।

পরে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়াম্যান আবুল হাসান রিমনসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments