জাইডাস ক্যাডিলার তৈরি জাইকভ-ডি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ‘ডিসিজিআই’। ১২ বছরের ওপরে সবাই নিতে পারবেন এই টিকা। এ নিয়ে মোট ৬টি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিল দেশটির কেন্দ্রীয় সরকার।
এদিকে ব্রিটেনে কোভিড চিকিৎসায় অ্যান্টিবডি থেরাপির অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। অন্যদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে নিউজিল্যান্ডে লকডাউনের মেয়াদ আরও ৪ দিন বাড়িয়েছে সরকার।
ভারতে ছাড়পত্র পেলো আরও একটি করোনার ভ্যাকসিন। দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জরুরি ব্যবহারের জন্য কোভিড -১৯ মোকাবিলায় বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিন জাইকভ-ডি অনুমোদন করেছে। গুজরাটের সংস্থা জাইডাস ক্যাডিলা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে এই টিকা। তিন ডোজের এই টিকা ৬৬.৬ শতাংশ পর্যন্ত করোনা প্রতিরোধ করতে সক্ষম বলে দাবি উৎপাদনকারী প্রতিষ্ঠানের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় বলেছেন, বিশ্বের প্রথম ডিএনএ কোভিড ভ্যাকসিন ভারতের বিজ্ঞানীদেরই কৃতিত্ব। এর মাধ্যমে করোনার বিরুদ্ধে ভারত পূর্ণ শক্তি নিয়ে লড়াই করতে পারবে বলেও মত তার।
এদিকে, জাইকভ-ডি ভ্যাকসিন ছাড়পত্র পাওয়ায় খুশি চিকিৎসকরাও। ক্যাডিলা হেলথকেয়ার জানিয়েছে, এটি ভারতে ভ্যাকসিনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্লিনিকাল ট্রায়াল পরিচালনা করেছে, যাতে ৫০ টিরও বেশি কেন্দ্রে ২৮,০০০ স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন। প্রতিবছর ১২০ মিলিয়ন ডোজ ডিএনএ টিকা তৈরি করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অন্যান্য ভ্যাকসিনের মতো, এই ডিএনএ ভ্যাকসিন মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি করে। এতে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রকৃত ভাইরাসের সাথে লড়াই করতে পারে। বিজ্ঞানীরা বলছেন এই টিকা তুলনামূলকভাবে সস্তা, নিরাপদ এবং স্থিতিশীল। শুধু তাই নয়, এটি উচ্চ তাপমাত্রায়ও সংরক্ষণ করা যায়।
এদিকে, যুক্তরাজ্যে করোনা চিকিৎসায় নতুন সংযোজন হলো অ্যান্টিবডি থেরাপি। এটি মূলত রোনাপ্রেভ ওষুধ প্রয়োগে মনোক্লোনাল অ্যান্টিবডি পরীক্ষা। এতে করোনা সংক্রমণ ও চিকিৎসাক্ষেত্রে জটিলতা কমে আসে বলে দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এই অ্যান্টিবডি থেরাপি অন্তত এক বছর করোনা মোকাবিলা করতে সক্ষম বলে জানিয়েছেন গবেষকরা। একবার এই থেরাপি নিতে খরচ হবে ১ থেকে ২ হাজার পাউন্ড।
এদিকে, নিউজিল্যান্ডে করোনা সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটিতে চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।