Sunday, September 14, 2025
Homeজাতীয়অপরাধযশোরে পুলিশের ২ কনস্টেবল ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক

যশোরে পুলিশের ২ কনস্টেবল ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক

যশোর শহরের একটি আবাসিক হোটেল থেকে পুলিশের দুই কনস্টেবলকে আটক করেছে যশোর পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা সেবনের জন্য বিশেষভাবে তৈরি চারটি পাইপ লাইটার জব্দ করা হয়।

গতকাল (২১ আগষ্ট) শনিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. তাজুল ইসলাম জানায়, শনিবার গভীর রাতে পুলিশ কনস্টেবল মুজাহিদ ও আজম মোল্যা যশোর আবাসিক হোটেলের ৪১০ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পেরে কসবা পুলিশ ফাঁড়ির এসআই খাইরুল আলম সেখানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের হাতেনাতে আটক করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এসব মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

আটক কনস্টেবল আজম মোল্যা ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। তবে বর্তমানে তিনি বরখাস্ত অবস্থায় আছেন। তার বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কচুয়াপোতা গ্রামে। অপরজন,মুজাহিদ যশোর শহরের চাঁচড়া ফাঁড়িতে কর্মরত। তার বাড়ি বাগেরহাট জেলার জয়গাছি গ্রামে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments