Monday, September 15, 2025
Homeখেলাধুলাক্রিকেটউত্তপ্ত লর্ডসের মাঠ, শেষদিনে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের বড় জয়

উত্তপ্ত লর্ডসের মাঠ, শেষদিনে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের বড় জয়

লর্ডস টেস্টে ভারতীয় ও ইংলিশ ক্রিকেটারদের উত্তপ্ত বাক্যবিনিময়, মাঠের তর্কাতর্কি, আর নতুন কি! তবে এইবার ইংলিশ পত্রিকা ডেইলি টেলিগ্রাফের তথ্য অনুযায়ী কোহলি-রুটদের মাঠের কথা-কাটাকাটি পৌঁছে গিয়েছিল লর্ডসের বিখ্যাত লং রুমেও। 

খেলোয়াড়েরা ড্রেসিং রুম থেকে মাঠে আসা যাওয়াও করেন লং রুম দিয়ে। টেস্টের তৃতীয় দিন শেষে এখানেই বিবাদ ও কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটাররা। লর্ডসের লং রুম ক্রিকেট ঐতিহ্যেরই অংশ। সাধারণত এ জায়গায় মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সদস্যরা বসেন।

লর্ডস টেস্টে ঝামেলাটা বাধে যশপ্রীত বুমরার সেই ১০ বলের ওভারটি থেকেই। স্ট্রাইকে ছিলেন জিমি অ্যান্ডারসন। সে ওভারে অ্যান্ডারসনকে একের পর এক বাউন্সার বল দিয়েছিলেন ভারতীয় এই পেসার। কিন্তু ব্যাপারটা মোটেও ক্রীড়াসুলভ মানসিকতায় নেয়নি ইংল্যান্ড। ঘটনাটির শোধ তোলার সুযোগ খুঁজতে থাকেন রুটরা। অবশেষে সুযোগ আসে পঞ্চম দিনে বুমরা ব্যাটিংয়ে নামলে। অধিনায়ক জো রুট মার্ক উডকে দিয়ে শর্ট বল করান বুমরাকে। তৃতীয় দিনে মাঠ ছাড়ার সময় অ্যান্ডারসন আর কোহলিরও লেগে যায় কথা-কাটাকাটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments