Tuesday, September 16, 2025
Homeখেলাধুলাক্রিকেট৭ উইকেট ৩ রানে, নেদারল্যান্ডসের ওভারডাইকের বিশ্ব রেকর্ড

৭ উইকেট ৩ রানে, নেদারল্যান্ডসের ওভারডাইকের বিশ্ব রেকর্ড

নেদারল্যান্ডসের ডানহাতি মিডিয়াম পেসার ফ্রেডরিক ওভারডাইক আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দিনই রেকর্ডবুকে ঝড় তুললেন। ফ্রান্স নারী দলের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৩ রান খরচায় ৭ উইকেট নিয়েছেন ওভারডাইক। নিজের স্পেলে দুইটি ওভার মেইডেনও করেছেন তিনি।

নারী ক্রিকেট তো বটেই, পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও এর আগে ৭ উইকেট নিতে পারেননি আর কোনো বোলার। কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন ধরে ৬ উইকেট নেয়ার নজির ছিল ১২ জন বোলারের (নারী ক্রিকেটে ৭ জন, পুরুষ ক্রিকেটে ৫ জন)।

বৃহস্পতিবার বিশ্বের প্রথম বোলার হিসেবে ৭ উইকেট নেয়ার নজির গড়লেন ওভারডাইক। এতদিন ধরে নারী-পুরুষ ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল নেপাল নারী দলের অফস্পিনার অঞ্জলি চাঁদের। তিনি মালদ্বীপের বিপক্ষে ০ রানে নিয়েছিলেন ৬টি উইকেট।

সেই রেকর্ড ভেঙে এবার প্রথমবারের মতো ৭ উইকেট নিলেন ওভারডাইক। এ কীর্তি গড়ার পথে তিনবার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তিনি। এর মধ্যে একবার চার বলে তিন উইকেট নিলেও, হ্যাটট্রিক করতে পারেননি। তার বিধ্বংসী বোলিংয়ে ফ্রান্স অলআউট হয়েছে মাত্র ৩৩ রানে। পরে ৩.৩ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে নেদারল্যান্ডস।

এদিকে একইদিন জার্মান নারী দলের বিপক্ষে রীতিমতো ছেলেখেলাই করেছে আয়ারল্যান্ড। গ্যাবি লুইসের ৬০ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ১৯৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আইরিশরা। জবাবে পুরো ২০ ওভার খেলে মাত্র ৩ উইকেট হারালেও ৩২ রানের বেশি করতে পারেনি জার্মানি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments