Saturday, September 13, 2025
Homeবাংলাদেশএশিয়ান ইউনিভার্সিটির ১৬০ আফগান শিক্ষার্থী কাবুল ছেড়েছে

এশিয়ান ইউনিভার্সিটির ১৬০ আফগান শিক্ষার্থী কাবুল ছেড়েছে

করোনা পরিস্থিতির কারণে নিজ দেশ আফগানিস্তানে গিয়ে আটকে পড়া চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৬০ আফগান শিক্ষার্থীর ক্যাম্পাস ফেরার অনিশ্চয়তা কেটে গেছে। দুদিন কাবুল বিমানবন্দরের পাশে আটকা থাকার পর তারা বিশেষ বিমানে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পৌঁছেছেন। সেখান থেকে যেকোন সময় তারা বিমানে বাংলাদেশে আসবেন।

চট্টগ্রাম নগরের এম এম আলী আহমেদ রোডে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি কামাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আফগানিস্তানের আটকে থাকা আমাদের বর্তমান শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা যারা এখানে আসতে চাচ্ছেন তারা এখন কাবুল বিমানবন্দর থেকে কাতারে পৌঁছেছেন। সেখান থেকে যেকোন একটি ফ্লাইটে তারা বাংলাদেশে আসবেন।

তিনি বলেন, আমাদের ছাত্রীদের ভয়াবহ বিপদ থেকে রক্ষা করতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকবো। বিশেষ করে আফগান শিক্ষার্থীদের প্রতিনিধি শেফরা আজমি ও ৬ জন শিক্ষার্থী সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা থাকবে।

জানা যায়, করোনার কারণে গত বছর নিজ দেশ আফগানিস্তানে ফিরে গিয়েছিলেন ১৬০ আফগান ছাত্রী।

বিশ্ববিদ্যালয় খুললে তারা স্বাভাবিক নিয়মে তারা আবার চট্টগ্রামের এই ক্যাম্পাসে ফেরার কথা ছিলো। কিন্তু চলতি মাসে কট্টরপন্থী তালেবানরা দেশটির ক্ষমতা দখল করলে এইসব শিক্ষার্থীর আর ক্যাম্পাসে আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments