রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদকসহ ৬৪ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার (২৯ আগস্ট) সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টার মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানায় ৫১টি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম।
এডিসি ইফতেখারুল ইসলাম বলেন, গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে মাদকসহ ৬৪ জনকে গ্রেপ্তার করেছে। আসামিদের কাছ থেকে ২ হাজার ৪২১টি ইয়াবা, ৮টি সিরিঞ্জ, ১৬৬ গ্রাম হেরোইন, ৩৯৫ বোতল ফেনসিডিল এবং ২ কেজি ৭৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানায় ৫১টি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ইফতেখারুল ইসলাম।