Sunday, September 14, 2025
Homeজাতীয়অপরাধবগুড়ায় একাধিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামী গ্রেপ্তার

বগুড়ায় একাধিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামী গ্রেপ্তার

বগুড়ায় একাধিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক থাকা নাট্য অভিনেতা ও নাশকতার মামলায় পলাতক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- ৪টি চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত নাট্য অভিনেতা জাকির হোসেন রুপক (৫৫)। তিনি শহরের সুত্রাপুর এলাকার মৃত মনোয়ার হোসেনের ছেলে। ৪টি মামলায় ১০ বছর পলাতক ছিলেন তিনি। আরেকজন অর্থ আত্মসাতের অপর এক মামলায় সাজাপ্রাপ্ত ও নাশকতা-ভাঙচুর মামলাসহ ৮টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকা এরুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাইসার মোর্তজা (৩২)। তিনি এরুলিয়া উত্তরপাড়া ছামছুদ্দীন মন্ডলের ছেলে।

সদর থানা পুলিশ শনিবার সন্ধ্যায় রূপককে তার ভাড়া বাসা ঢাকা পল্টন এলাকা থেকে ও কাইসারকে ফকিরাপুল তার অফিস থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করে।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা ও এসআই জাকির আল-আহসান জানান, নাট্য অভিনেতা রুপক শহরের মফিজ পাগলার মোড়ের একটি ফটো স্টুডিও ও একটি এনজিও থেকে ২০ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যান। ভুক্তভোগীরা মামলা করলে আদালত রুপমকে ৪টি মামলায় মোট সাড়ে ৪ বছর সাজা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন৷

অপরজন, এরুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন ছাত্রদল সভাপতি। তিনি একটি মোটরসাইকেলের শো-রুম থেকে বাকিতে মোটরসাইকেল কিনে পরে টাকা পরিশোধ না করে পালিয়ে যান।

এতে ওই মোটরসাইকেল শো-রুমের মালিক তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলা করলে আদালত তাকে ১ বছরের সাজা দিয়ে গ্রেপ্তারি পয়োয়ানা জারি করেন। এছাড়াও তার বিরুদ্ধে নাশকতা-ভাঙচুরসহ মোট ৮টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, গ্রেপ্তাকৃতরা দীর্ঘদিন পলাতক ছিলেন। তথ্য-প্রযুক্তির সাহায্যে আমরা তাদের গ্রেপ্তার করেছি। আগামীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments