Sunday, September 14, 2025
Homeআন্তর্জাতিকবিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ৬০৬৯ জন

বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ৬০৬৯ জন

অতিমারি করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত পুরো বিশ্ব। করোনার নতুন নতুন ধরন সংক্রমণের হার বাড়িয়ে দিচ্ছে। এই সপ্তাহের শুরু থেকে করোনায় সংক্রমণ ও মৃত্যু ওঠানামা করছে। তবে কয়েক দিন ধরে আক্রান্ত ও মৃত্যু কমছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনার সংক্রমণে মারা গেছেন আরও ৬ হাজার ৬৯ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ লাখ ৫ হাজার ৩৮৪ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭১ হাজার ৯২০ জন। আর মোট করোনার সংক্রমণে সংক্রমিত হয়েছেন ২২ কোটি ৯২ লাখ ৮৩ হাজার ৬৪২ জন।

করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ২৯ লাখ ৯০৬ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৯১ হাজার ৮৮০ জনের। আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার ৮১৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৫ হাজার ১৬৫ জনের।

প্রসঙ্গত, দেশে এ পর্যন্ত ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জন মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ২২৫ জন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments