রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার হিসেবে এই সংখ্যা দীর্ঘ কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন।
করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির বাড়ি নওগাঁ জেলায়।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১১৩ জন।
এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ২৫২ টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩ দশমিক ৫৭ শতাংশ।