Saturday, September 13, 2025
Homeঢাকাঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ লাইনের বিজ্ঞপ্তিতে ২২ ভুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ লাইনের বিজ্ঞপ্তিতে ২২ ভুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ছয় লাইনের একটি বিজ্ঞপ্তিতে ২২টি ভুল বানান পাওয়া গেছে।

গতকাল বুধবার বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শায়লা শারমিনের সই করা ভুলে ভরা ওই বিজ্ঞপ্তিটি পাওয়া যায়। বিজ্ঞপ্তিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে৷

বিষয়টি স্বীকার করেছেন অধ্যাপক শায়লা শারমিন৷ বিভাগের অফিস সহকারী ভুল করেছেন জানিয়ে তিনি বলেন, ‘বিজ্ঞপ্তিতে বানান ভুল হয়েছে, সে সম্পর্কে আমি অবগত৷ সই করার সময় খেয়াল করিনি৷ ভবিষ্যতে আরও সতর্ক হবো৷ এর জন্য আমি ক্ষমাপ্রার্থী।

আলোচিত বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, আগামী ১৮ অক্টোবর থেকে নৃবিজ্ঞান বিভাগে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হবে৷ বিভাগের শিক্ষার্থীদের অন্তত করোনার প্রথম ডোজ টিকাগ্রহণের সনদ বা কার্ড দেখিয়ে ক্লাসে অংশগ্রহণ করতে বলা হয়েছে৷ মাস্ক ছাড়া কোনো শিক্ষার্থীকে ক্লাসে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে আসতে হবে৷

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ অক্টোবর থেকে বিভাগ এবং ইনস্টিটিউটগুলো চাইলে সশরীরে ক্লাস পরীক্ষা কার্যক্রম শুরু করতে পারবে৷ তবে, করোনা পরিস্থিতিতে সশরীরে এবং অনলাইন দুই মাধ্যমে ক্লাস-পরীক্ষা নিতে হবে৷ এ ক্ষেত্রে সশরীরে কমপক্ষে ৬০ শতাংশ ক্লাস পরীক্ষা নিতে হবে৷ ছোট বিভাগগুলো চাইলে সব ক্লাস পরীক্ষা সশরীরে নিতে পারবে৷

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments