Sunday, September 14, 2025
Homeসারাদেশরংপুররমেক হাসপাতালে নার্সদের বিক্ষোভ, পরিচালক অবরুদ্ধ

রমেক হাসপাতালে নার্সদের বিক্ষোভ, পরিচালক অবরুদ্ধ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় ৯০০ জন নার্স করোনাকালীন বিশেষ প্রণোদনা এখনও পাননি।

প্রণোদনার দাবিতে রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মবিরতি ও পরিচালকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন নার্সরা।

নার্সদের অভিযোগ, করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা রোগীদের সেবা দিয়ে গেছে। অসামান্য অবদানের জন্য প্রধানমন্ত্রী তৎকালীন নার্সদের জন্য প্রণোদনা ঘোষণা করেন। কিন্তু এ পর্যন্ত হাসপাতালের কোনো নার্স প্রণোদনার টাকা পায়নি। সর্বশেষ সেপ্টেম্বর মাসের ২২ তারিখে নার্সদের তালিকা প্রদান করা হয়। কিন্তু সেই তালিকা হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দপ্তরে পাঠায়নি। ফলে নার্সদের প্রণোদনার টাকা ফেরত গেছে বলে নার্সরা অভিযোগ করেন।

রংপুর মেডিকেল কলেজ নার্সেস এসোসিয়েশন সূত্রে জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত প্রায় সাড়ে ৯’শ নার্স সরকার ঘোষিত করোনাকালীন বিশেষ প্রণোদনার অর্থ পাননি। দেশের অন্যান্য সরকারি হাসপাতালের নার্সরা প্রণোদনার টাকা পেলেও তারা এ পর্যন্ত কোনো প্রকার প্রণোদনার টাকা পাননি। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তারা ব্যর্থ হয়েছেন।

হাসপাতালের নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফোরকান আলী বলেন, সরকার আমাদের দুটি বেসিক পরিমাণ প্রণোদনা ঘোষণা দিয়েছেন। চিকিৎসক-কর্মচারী সবাই এই প্রণোদনার টাকা পেয়েছে। কিন্তু হাসপাতালের নার্সদের কেউ এ পর্যন্ত প্রণোদনার টাকা পায়নি।

হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নার্সিং বিভাগের মহাপরিচালক ১৫ অক্টোবরের মধ্যে তালিকা চেয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে সেই তালিকা এ পর্যন্ত যায়নি। আন্দোলনের মুখে হাসপাতাল পরিচালক তালিকা ও চিঠি প্রেরণের তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করায় আমরা বেলা ১২টায় আন্দোলন তুলে কাজে যোগ দিয়েছি।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. রেজাউল করিম বলেন, নার্সরা যেন প্রণোদনার টাকা পায়, সেলক্ষ্যে আরও দু’বার তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছিল। এরপর আবারও তারা তালিকা চেয়েছে। ই-মেইল ও পোস্ট অফিসের মাধ্যমে তালিকা পাঠানো হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments