Saturday, September 13, 2025
Homeআন্তর্জাতিকনিউইয়র্কে পাকিস্তানি কনস্যুলেটের সামনে বিক্ষোভ

নিউইয়র্কে পাকিস্তানি কনস্যুলেটের সামনে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের কারাগারে দীর্ঘদিন বন্দি থাকা পাকিস্তানি নিউরোসায়েন্টিস্ট ড. আফিয়া সিদ্দিকির মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে পাকিস্তানি কনস্যুলেট অফিসের সামনে অনুষ্ঠিত এ বিক্ষোভে কয়েকশ লোক অংশ নেন। বিক্ষোভকারীরা পাকিস্তান সরকারের প্রতি আফিয়া সিদ্দিকির মুক্তি এবং তাকে দেশে ফিরিয়ে নেওয়ার দাবিতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসহ (সিএআইআর) মোট ২০টির বেশি মানবাধিকার ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

ড. আফিয়া সিদ্দিকিকে ২০০৮ সালে মার্কিন সৈন্যকে হত্যাচেষ্টার অভিযোগে আফগানিস্তানের গজনি প্রদেশ থেকে গ্রেফতার করা হয়। পরে যুক্তরাষ্ট্রে নিয়ে মার্কিন আদালতে বিচার শুরু করা হয়। মার্কিন আদালত ২০১০ সালে তাকে ৮৬ বছরের কারাদণ্ড দেন।

এর আগে ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে গ্র্যাজুয়েশন করেন আফিয়া সিদ্দিকি। পরে ২০০১ সালে বোস্টনের ব্র্যানডিস বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি। পরে ২০০৩ সালে পাকিস্তানে ফিরে আসেন তিনি। পরিবারের মতে, পাকিস্তানে ফেরার পরপরই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা সিদ্দিকি ও তার তিন সন্তানকে অপহরণ করে। পরে ২০০৮ সালে আফিয়া সিদ্দিকিকে আফগানিস্তানের গজনি থেকে গ্রেফতার করা হয়। ড. সিদ্দিকি বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট ওর্থের ফেডারেল মেডিকেল সেন্টার (এফএমসি) জেলখানায় রয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments