Monday, September 15, 2025
Homeঢাকাগাজীপুরগাজীপুরে শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে গার্মেন্টসে বিক্ষোভ-সংঘর্ষ

গাজীপুরে শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে গার্মেন্টসে বিক্ষোভ-সংঘর্ষ

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে মাটিকাটা এলাকার ইনক্রেডিবল নামক পোশাক তৈরি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। আজ বুধবার সকাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার সামনে বিক্ষোভ করেন।

কারখানা, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের মাটিকাটা রেলগেইট এলাকায় ইনক্রেডিবল নামক পোশাক তৈরি কারখানায় গত বৃহস্পতিবার ৮৬ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। শ্রমিক ছাঁটাই নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের তর্ক-বিতর্ক চলে আসছিল। ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবি জানান শ্রমিকরা। কিন্তু শ্রমিকদের পুনর্বহাল না করে গত শনিবার কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কয়েকদিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার কারখানা খুলে দেওয়া হয়।

আজ বুধবার সকালে শ্রমিকরা কারখানায় গেলে কারখানার মূল গেটে ছাঁটাইকৃত ৮৬ জন শ্রমিকের নাম এবং ছবিসহ একটি তালিকা টানিয়ে দেওয়া হয়। এসময় প্রত্যেক শ্রমিককে সাদা কাগজে স্বাক্ষর দিয়ে প্রবেশ করতে বলা হয়।

শ্রমিকরা এর প্রতিবাদ করলে বাইরে থেকে আসা বহিরাগত ২০ থেকে ২৫ জন  যুবক কারখানার এক শ্রমিককে জোরপূর্বক ধরে নিয়ে বেধড়ক মারধর করে। এর প্রতিবাদে মুহূর্তে কারখানার সমস্ত শ্রমিক আন্দোলন শুরু করেন। এসময় কারখানার গেইটের পাশে থাকা নিরাপত্তাকর্মীর অফিস ভাঙচুর করা হয়। পুলিশ বাধা দিতে এলে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে কমবেশি ১৫-২০ জন আহত হন।

এ বিষয়ে জানতে কারখানার জিএম সানির সাথে মোবাইলে কথা বলতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে মোবাইল কেটে দেন।

শিল্প পুলিশের ইনচার্জ ফরহাদ আব্বাস বলেন, সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে পুলিশ তৎপর রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চলানো হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments