Sunday, September 14, 2025
Homeঘটনা-দুর্ঘটনাবন্দুকযুদ্ধে যুবলীগ নেতা হত্যা মামলার ২ আসামী নিহত

বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা হত্যা মামলার ২ আসামী নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যাবের সঙ্গে তথাকথিত বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা হত্যা মামলার দুই আসামী নিহত হয়েছেন।  

শনিবার গভীর রাতে উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহি পাহাড় ও মৃত্তিঙ্গা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কমলগঞ্জ উপজেলার প্রতাপী এলাকার আব্দুল আহাদ নাইছ মিয়ার ছেলে তোফায়েল মিয়া (৩৫) ও একই উপজেলার জগনশালা এলাকার মৃত মনির মিয়ার ছেলে শহীদ মিয়া (৪০)।

তারা দুজনই কমলগঞ্জের ব্যবসায়ী যুবলীগে নেতা নাজমুল হাসান হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা জানান, শনিবার দিনগত রাত ২টার দিকে মাইজদিহি পাহাড় ও মৃতিঙ্গা চা বাগান এলাকায় র‌্যাব সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় ১৪-১৫ জনের একটি দল তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে দাবি করে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, গোলাগুলিতে র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন।

প্রসঙ্গত গত ৩১ অক্টোবর কমলগঞ্জের চৈত্রঘাটবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও রহিমপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানকে কুপিয়ে হত্যা করে কয়েকজন দুর্বৃত্ত।

এ ঘটনায় ১৪ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা হয়। ‘বন্দুকযুদ্ধে’ নিহত তোফায়েল ও শহীদ মিয়া এ  মামলার এজাহারনামীয় ২ ও ৮ নম্বর আসামি ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments