রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলার মোট ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১৪টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৯টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জয়লাভ করেছেন। দুইটি ইউনিয়নে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজশাহীর এসব ইউনিয়নে ভোটগ্রহণ করা হয়। নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন- তানোর উপজেলার চান্দুরিয়া ইউনিয়নে মজিবুর রহমান, পাঁচন্দর ইউনিয়নে আব্দুল মতিন, বাঁধাইর ইউনিয়নে আতাউর রহমান, কামারগাঁ ইউনিয়নে ফজলে রাব্বি ফরহাদ চৌধুরী, গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নে বেলাল উদ্দিন সোহেল, গোগ্রাম ইউনিয়নেমজিবুর রহমান, পাকড়ি ইউনিয়নে জালাল উদ্দীন মাস্টার, মোহনপুর ইউনিয়নে খায়রুল ইসলাম এবং গোদাগাড়ী ইউনিয়নে মসিদুল গনি।
এ ছাড়া দুই উপজেলার পাঁচটিতে জয়লাভ করা স্বতন্ত্র ও বিদ্রোহীরা হলেন- তানোর উপজেলার কলমা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী (চশমা প্রতীক) খাদেমুন নবী বাবু চৌধুরী, তালন্দ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক) নাজিম উদ্দিন বাবু, গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে সোহেল রানা (মোটরসাইকেল প্রতীক), বাসদেবপুর ইউনিয়নে নজরুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) এবং রিশিকুল ইউনিয়নে মোখলেছুর রহমান (অটোরিকশা প্রতীক)।
এ ছাড়া তানোরের সরনজাই ইউনিয়ন এবং গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নে নির্বাচনী সহিংসতা ও ব্যালট ছিনতাইয়ের কারণে নির্বাচন স্থাগিত রয়েছে।