Sunday, September 14, 2025
Homeঘটনা-দুর্ঘটনাটেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যাবসায়ী নিহত

টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যাবসায়ী নিহত

টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যাবসায়ী নিহত হয়েছে। রোববার (১৪ নভেম্বর ) দুপুর ১২টার সময় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে চিত্তবিনোদন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ তথ্য জানান।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, গোপন সংবাদে জানা যায় ১৪ নভেম্বর মধ্যরাতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ জীম্বংখালী বিওপির আওতাধীন বিআরএম-১৬ হতে ৫০০ গজ উত্তরে ৭ নম্বর হুইচ গেইট সংলগ্ন এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদে টেকনাফ ব্যাটালিয়নের আওতাধীন জীম্বংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল ওই এলাকায় গোপনে অবস্থান করে। রাত দেড়টার সময় টহলদল তিনজনকে শূন্য লাইন অতিক্রম করে নৌকা যোগে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। তৎক্ষণাত বিজিবি টহল দল তাদের আটকের উদ্দেশ্যে দাওয়া করলে সশস্ত্র ইয়াবা পাচারকারীরা অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে।

এসময় বিজিবির সদস্যরা সরকারি সম্পদ এবং নিজেদের জান ও মাল রক্ষার্থে কৌশলগত অবস্থান নিয়ে পাল্টা গুলি বর্ষণ করে। উভয় পক্ষের মধ্যে প্রায় পাঁচ মিনিট গুলি বিনিময় হয়। এই সময়ে দুইজন ইয়াবা কারবারী নাফ নদীতে ডুব সাঁতার দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। গোলাগুলির শব্দ থামলে টহলদলের সদস্যরা ৭ নম্বর হুইচ গেইট সংলগ্ন নাফ নদীর হতে গুরুতর আহত ব্যক্তিকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments