Sunday, September 14, 2025
Homeসারাদেশঠাকুরগাঁওঠাকুরাঁওয়ে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২

ঠাকুরাঁওয়ে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরাঁওয়ের পীরগঞ্জের খনগাঁও এর ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে সাহাবলি হুসেন (৩৫) এবং মজাহারুল (৪০) নামে দুইজন মারা গেছেন।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে পুলিশসহ আরও ছয়জন আহত হয়েছেন। তাদের পীরগঞ্জ ও ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের বাড়ি উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডোব গ্রামে।

ওই কেন্দ্রে দায়িত্বরত গ্রাম পুলিশ সদস্য সগেন্দ্রনাথ জানান, রবিবার রাত ৮টার দিকে ভোটের ফলাফল গণনার পর বিএনপি সমর্থিত প্রার্থী নুরুজ্জামান ও তার সমর্থকরা প্রিজাইডিং অফিসারসহ প্রশাসনের কর্মকর্তাদের ঘিরে ফেলে। এরপর পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এলে তার গাড়ি ভাঙচুর ও তাকে কেন্দ্রে অবরুদ্ধ করে রাখা হয়।

প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপরও আক্রমণের চেষ্টা করা হয়। এ সময় আইন-শৃঙ্খলার বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম গুলিতে একজন নিহত ও চারজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments