Monday, September 15, 2025
Homeআন্তর্জাতিকসিরিয়ায় ইসরায়েলি হামলা বন্ধে রাশিয়ার হুঁশিয়ারি

সিরিয়ায় ইসরায়েলি হামলা বন্ধে রাশিয়ার হুঁশিয়ারি

ইহুদিবাদী ইসরায়েলকে সিরিয়ায় হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের হামলা চলতে থাকলে তেল আবিবকে ভূকৌশল ও নিরাপত্তাগত পরিণতির মুখোমুখি হতে হবে।

জাখারোভা আরও বলেন, সিরিয়ার বিভিন্ন অবস্থানে ইসরাইলের অব্যাহত হামলা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এসব হামলায় সিরিয়ার সার্বভৌমত্ব চরমভাবে লঙ্ঘিত হয়েছে। এ ধরনের হামলায় উত্তেজনা মারাত্মকভাবে বেড়ে যেতে পারে বলেও তিনি সতর্ক করেন।

১৯৬৭ সালে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার গোলান মালভূমি দখল করার পর থেকে দু’পক্ষ কার্যত যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে। ওই মালভূমি থেকে সিরিয়ার ওপর নিয়মিত বিরতিতে হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। ২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়ার পর এ ধরনের হামলা বেড়ে গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments