Saturday, September 13, 2025
Homeরাজশাহীরাজশাহী বিশ্ববিদ্যালয়রাবিতে শিক্ষকের ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস

রাবিতে শিক্ষকের ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ বিভাগের মাস্টার্স- ২০২০ সালের চলমান পরীক্ষার একটি কোর্সের (এফএমএমসি-৬৪১) প্রশ্নপত্র ফাঁস হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ প্রশ্নফাঁসের এ ঘটনা ঘটে। প্রশ্নপত্র নিজের স্টোরিতে শেয়ার করেছেন ফিশারীজ বিভাগের অধ্যাপক ইসতিয়াক হোসাইন। এ ঘটনায় আসন্ন  পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।

আরও পড়ুনঃ প্রশ্নফাঁসের সর্বোচ্চ সাজা ১০ বছর কারাদণ্ড

পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বিভাগের সভাপতি অধ্যাপক মনজুরুল আলম বলেন, ‘এ বিষয়ে পরীক্ষা কমিটির চেয়ারম্যান যা করার করবে। তবে পরীক্ষার প্রশ্নপত্র শিক্ষকের ফোনে নেওয়াটা উচিত নয়, নৈতিকতা বহির্ভূত।’

তবে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে জানতে চাইলে, অধ্যাপক ইসতিয়াক হোসেন এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে পরীক্ষা কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান মন্ডল বলেন, ‘বিষয়টি নিয়ে আমি তার সাথে কথা বলেছি। বিষয়টি অনিচ্ছাকৃতভাবে হয়েছে বলে তিনি জানিয়েছেন। এ ঘটনায় আমরা সেই প্রশ্নপত্র বাতিল করে পরীক্ষা স্থগিত করেছি। ‘

প্রশ্নপত্র মোবাইলে সংরক্ষণের প্রসঙ্গে তিনি বলেন, ‘পরীক্ষার বিষয়গুলো খুবই স্পর্শকাতর। পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়ে গোপণীয়তা রক্ষা করা পরীক্ষা কমিটির দায়িত্ব। তিনি এটা লঙ্ঘন করেছেন। এটা অবশ্যই একটি অপরাধ। আগামী ২৭ তারিখ এই পরীক্ষা হওয়ার কথা ছিলো। আমরা পরীক্ষা কমিটির সদস্যরা জরুরি মিটিং করে এই প্রশ্নপত্র বাতিল করেছি। আপাতত ওই পরীক্ষা স্থগিত। এরই মধ্যে নতুন করে প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেয়া হবে।’

আরও পড়ুনঃ পরীক্ষার প্রশ্নফাঁসের মূল হোতা ইব্রাহিমের ২ টি বাড়ি জব্দের আদেশ

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেন সরকার বলেন, ‘এ বিষয়ে বিভাগ থেকে আনুষ্ঠানিক আমাদেরকে জানানো হয়নি। উক্ত বিষয়টি বিভাগ থেকে জানানো হলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments