Saturday, September 13, 2025
Homeসারাদেশঅপরাধছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের একটি নূরানী মাদ্রাসার ছাত্রকে (১৩) বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসানকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বলাৎকারের ঘটনা ঘটে। এরপর বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

চিলমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম এ তথ‌্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত শিক্ষক মাহমুদুল হাসানের বাড়ি চিলমারী উপজেলার ঢুষমারা থানার ডাটিয়ার চর গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, বুধবার রাতে শিক্ষক মাহমুদুল হাসান ওই মা্দ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকার করেন। এরপর ভুক্তভোগী ছাত্র বৃহস্পতিবার সকালে বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। পরে শিশুটির মা্দ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে থানায় মামলা করেন। এরপর পুলিশ ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করে।

অফিসার ইন চার্জ আরো জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments