Saturday, September 13, 2025
Homeখুলনাকুষ্টিয়াপ্রতিপক্ষের শটগানের গুলিতে আ'লীগ নেতা নিহত

প্রতিপক্ষের শটগানের গুলিতে আ’লীগ নেতা নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতিপক্ষের শটগানের গুলিতে সিদ্দিক আলী নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার চাদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। এ ঘটনায় আরো ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাদগ্রাম ইউনিয়নের চরপাড়া মাঠে ঘটনাটি ঘটে। নিহত সিদ্দিক চরপাড়া গ্রামের ওমর মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিদ্দিক আলী ও তার কয়েকজন স্বজন সকালে চরের মাঠে ফসলের ক্ষেতে কাজে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন অতর্কিতে তাদের ওপর শটগানের গুলি ছোড়ে। এতে সিদ্দিক আলী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো তিনজন। তাদের ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতরা হলেন নিহত সিদ্দিকের ভাই আনিছুর রহমান, আব্দুল খালেক ও বাদশা মন্ডল। স্থানীয়রা জানায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ওই এলাকায় দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।

ভেড়ামারা থানার অফিসার ইন চার্জ (ওসি) মজিবর রহমান জানান, প্রতিপক্ষের শটগানের ছররা গুলিতে সিদ্দিক আলী নামে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments