Saturday, September 13, 2025
Homeখেলাধুলাক্রিকেটসাকিবকে নিয়ে জল্পনা তুঙ্গে, সৃষ্টি ধোঁয়াটে পরিস্থিতি

সাকিবকে নিয়ে জল্পনা তুঙ্গে, সৃষ্টি ধোঁয়াটে পরিস্থিতি

বিপিএল ট্রফি হাতে বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বী দুই অধিনায়কের অফিসিয়াল ফটোসেশন হয়েছে। সেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস উপস্থিত থাকলেও আসেননি ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

শেরে বাংলায় বরিশালের অধিনায়ক সাকিবের পরিবর্তে অফিসিয়াল ফটোসেশনে হাজির হন দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।

কিন্তু বরিশালের অধিনায়ক সাকিব কেন আসেননি? এটা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াটে পরিস্থিতি। ব্যতিক্রমী এই বিষয় নিয়ে দুই ধরনের কথা শোনা যাচ্ছে।

এ ব্যাপারে ফরচুন বরিশালের টিম ম্যানেজমেন্ট থেকে সরাসরি কিছু বলা হয়নি। তবে শোনা যাচ্ছে সাকিবের পেটের সমস্যা, তাই তিনি এই দুটি সেশনে আসতে পারেননি।

এদিকে অধিনায়ক সাকিবের পরিবর্তে ট্রফি উন্মোচন আর মিডিয়া সেশনে আসা উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের কাছে এ বিষয়ে জানতে চাইলে, তিনি আবার ভিন্ন কথা জানান।

সোহান প্রথমে বলেন, ‘সাকিব ভাই হয়তো…’- এটুকু বলেই থেমে যান। এরপরই যোগ করেন, ‘গতকাল আমাদের ঐচ্ছিক অনুশীলন ছিল। সেটা করেছি। আমার কাছে যেটা মনে হয় উনি জিম বা অন্য কিছু করছেন। যে কারণে হয়তো আসতে পারেননি।’

নুরুল হাসান সোহান এ ব্যতীত তার কাছে আর কোনো তথ্য নেই জানিয়ে বলেন, ‘আমার কাছে মনে হয় ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। এর থেকে বেশি কিছু আমি জানি না।’

পুনরায় প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি তো বললাম এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। সকালে দেখেছি উনি জিমে ছিলেন। তার পরেরটা আসলে আমি খুব বেশি জানি না।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments