Monday, September 15, 2025
Homeআন্তর্জাতিকবিস্ফোরণে প্রকম্পিত ইউক্রেন

বিস্ফোরণে প্রকম্পিত ইউক্রেন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এক টেলিভিশন বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস তথা ডোনেটস্ক ও লুহানস্কে সেনা অভিযানের ঘোষণা দেন। এরপরই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়।

এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ থেকে ছয়টি স্থানে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।

এছাড়া ডোনেটস্কের ক্রামাটস্কেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে, সেনা অভিযানের ঘোষণা দিয়ে পুতিন ডনবাসে নিয়োজিত ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।

পুতিন বলেন, “আপনারা আপনাদের অস্ত্র সমর্পণ করুন এবং ঘরে ফিরে যান।”

সেই সঙ্গে তিনি বলেন, ডনবাসে রক্তপাত হলে এর দায়ভার পুরোপুরি ইউক্রেন সরকারের।

তবে পুতিন বলেন, “ইউক্রেন দখল করার কোনও পরিকল্পনা আমাদের নেই। আমরা নিজেদেরকে কারও ওপর চাপিয়ে দিতে চাই না।” সুত্রঃ বিবিসিসিএনএন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযান
চালানোর জন্য সেনাদের অনুমোদন দিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, যে ঘোষনার
কয়েক ঘন্টা পরে কিয়েভের প্রধান বিমানবন্দরের কাছে একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইতিমধ্যে, ভারত সঙ্কট-বিধ্বস্ত ইউক্রেন থেকে একটি বিশেষ ফ্লাইটে আরও ১৮২ জন নাগরিককে
সরিয়ে নিয়েছে। সুত্রঃ ইন্ডিয়া টাইমস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments