ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত চেরনিহিভ শহরে একটি স্কুল ও আবাসিক ভবনে বৃহস্পতিবার রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় অন্তত ৩৩ জন নিহত ও আহত হয়েছেন ১৮ জন।
শুক্রবার বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদন থেকে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোরে রাশিয়ান সৈন্যরা স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে হামলা শুরু করে। সর্বাত্মক হামলা শুরুর পর গত এক সপ্তাহেই এই দেশটির একাধিক শহর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
সামরিক অবকাঠামোর বাইরে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে আবাসিক ভবন, স্কুল ও হাসপাতাল। এরইমধ্যে জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ১০ লাখেরও বেশি ইউক্রেনীয়।