Saturday, September 13, 2025
Homeঢাকানারায়নগঞ্জনারায়ণগঞ্জে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। বৃহস্পতিবার (৩ মার্চ) রাত পৌনে ৯টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪৫৫টি বিভিন্ন ব্র্যান্ডের এন্ড্রয়েড এবং বাটন মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মো: খায়রুল কবীর শুক্রবার (৪ মার্চ) এ তথ্য জানান। গ্রেফতরকৃতরা হলেন- মো. জাহাঙ্গীর (৪০), মো. সাজু মন্ডল ওরফে সাহাজুল (৪৫), মো. জাকির হোসেন (৩৪), মো. রাসেল ওরফে মিঠু (৩০) ও মোক্তার হোসেন (৩৩)।

র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মো: খায়রুল কবীর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ রাজধানীর গাবতলী, কল্যানপুর, কমলাপুর, যাত্রাবাড়ী এবং কাঁচপুর ব্রীজ, বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা হতে মোবাইল ফোন ছিনতাই করে আসছে বলে জানায়।

ছিনতাইকৃত মোবাইল তারা নিজেদের নিকট রেখে দিত এবং পরবর্তীতে সুযোগ বুঝে তা বিক্রি করত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments