ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলের মেয়র ভাদিম বোইচেঙ্কো ইউটিউব চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, প্রায় ৪ লাখ মানুষের শহরটি গত পাঁচ দিন ধরে বিদ্যুৎবিহীন। মারিউপোল আক্রমণের পর আমাদের রিজার্ভ পানি শেষ হয়ে গেছে। তাই আমরা এখন সম্পূর্ণ পানিহীন অবস্থায় আছি। শহরে কোনো মোবাইল নেটওয়ার্কও নেই। খবরঃ সিএনএন
বোইচেঙ্কো বলেন, রাশিয়ার সৈন্যরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র, চিকিৎসা সেবা, এমনকি শিশুর খাদ্য সরবরাহ বন্ধ করে দিতে যাচ্ছে। তাদের লক্ষ্য হলো শহরকে শ্বাসরোধ করে একটি অসহনীয় চাপে রাখা।
তিনি বলেন, প্রথম পাঁচ দিনে আহত ও মৃতের সংখ্যা ছিলো ডজনখানেক। অষ্টম দিনে গিয়ে এই সংখ্যা দাঁড়ায় শতাধিক। এখন আমরা হাজারের কথা বলছি। এই পরিসংখ্যান আরো খারাপ হতে চলেছে। কিন্তু আমরা মৃতদের সংগ্রহ করতে বের হতে পারছি না।
বোইচেঙ্কো আরো বলেন, আমাদের কাছে জ্বালানি ভর্তি ৫০টি বাস ছিলো। আমরা শুধু যুদ্ধবিরতির অপেক্ষায় ছিলাম। যাতে আমরা এই বাসে করে শহরের মানুষদের সরিয়ে নিতে পারি। কিন্তু এখন মাত্র ২০টি বাস আছে। শহরকে বাঁচাতে হলে যে কোনো মূল্যে মারিউপোলের মানবিক করিডোর উন্মুক্ত করতে হবে।