Sunday, September 14, 2025
Homeআন্তর্জাতিকইউক্রেন৬০০ রুশ সেনা আত্মসমর্পণের দাবি জেলেনস্কির

৬০০ রুশ সেনা আত্মসমর্পণের দাবি জেলেনস্কির

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের মধ্যে শুক্রবার ৫০০ থেকে ৬০০ সেনা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে প্রেসিডেন্ট জেলেনস্কি।

চলমান যুদ্ধ নিয়ে কিয়েভে শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি। খবর রয়টার্সের।

আরো পড়ুন : ভোজ্যতেলে ভ্যাট মওকুফ, কমবে দাম

জেলেনস্কির দাবি, এক দশকের মধ্যে সবচেয়ে বড় পরাজয়ের মুখে রুশ সেনারা। তবে তার এসব দাবি নিরপেক্ষ সূত্রে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে জেলেনস্কি রুশ সেনাদের সতর্ক করে বলেন, রুশ সেনারা জনগণের মন ও মগজ দখল করতে পারবে না। আর শহরগুলোর দখলও সাময়িক, চিরদিনের জন্য না। আমি এই বিষয়ে আত্মবিশ্বাসী।

ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার হামলায় এখন পর্যন্ত অন্তত এক হাজার ৩০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

আরো পড়ুন: দুই দিনের মধ্যে কিয়েভ দখলের পরিকল্পনা ছিল ‘পুতিনের’: সিআইএ প্রধান

অন্যদিকে পশ্চিমা সূত্রগুলো শুক্রবার দাবি করেছে, এখন পর্যন্ত রাশিয়ার আনুমানিক ছয় হাজার সেনা নিহত হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার অভিযানের ১৮তম দিন চলছে। আজ ইউক্রেনের প্রায় সব শহরে বিমান হামলার সাইরেন বাজানো হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments