Sunday, September 14, 2025
Homeঢাকানারায়নগঞ্জফতুল্লায় ঝুটের গুদামে ভয়াবহ আগুন

ফতুল্লায় ঝুটের গুদামে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় উপজেলার সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, কাঠকাটার মিল থেকে আগুন ছড়িয়ে পড়ে। মিলটির অধিকাংশ পুড়ে গেছে। পাশে একটি পাঁচতলা ভবনও আক্রান্ত হয়েছিল। চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মিলের পাশের ভবনটিও রক্ষা করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

তিনি আরো বলেন, ‘তদন্ত শেষে ক্ষয়ক্ষতি নির্ধারণ করা যাবে। তখন আমরা বিষয়টি জানাতে পারব। এ ছাড়া আগুন লাগার কারণও এখন বলা সম্ভব হচ্ছে না।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments