Sunday, September 14, 2025
Homeরাজশাহীবগুড়াবগুড়ায় বাম জোটের ডাকা হরতাল চলছে

বগুড়ায় বাম জোটের ডাকা হরতাল চলছে

বাম গণতান্ত্রিক জোটের ডাকা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হরতাল বগুড়ায় ঢিলেঢালা চলছে। হরতালে তেমন কোন প্রভাব পড়েনি।

বাম জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীরা সোমবার সকাল ৮টায় শহরে বিক্ষোভ মিছিল বের করে। শহরের সাতমাথা থেকে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

বাম জোটের ডাকা এই হরতালে অফিস-আদালত, দোকানপাট খুলেছে। শহরে যানবাহন চলাচল করছে।

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে আজ সারা দেশে আধা বেলা হরতাল পালনের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট।

জোটের নেতারা বলেছেন, দুর্গতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ায় মানুষ হরতালে সমর্থন দেবে। সরকারের পক্ষ থেকে যদি কোনো বাধা না দেওয়া হয়, তাহলে শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালন করা সম্ভব হবে।

এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জনকল্যাণমূলক যেকোনো দাবির প্রতি সমর্থন জানানোর অংশ হিসেবে বিএনপি বাম গণতান্ত্রিক জোটের এ হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments